কাশিয়ানীর ভাটিয়াপাড়া বাজারে অগ্নিকান্ডে তিনটি দোকান বশীভূত, দিশেহারা ব্যবসায়ী
আজ মঙ্গলবার ১৬ আগস্ট ২০২২।গোপালগঞ্জের, কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর তীর ঘেঁষা ভাটিয়াপাড়া বাজার প্রধান সড়ক ও রেল লাইন সংলগ্ন মাছ বাজার গলিতে সকাল ৬ টায় প্রথমে ফাস্টফুডের দোকানের গ্যাস সিলিন্ডার পাইপ লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রথমিকভাবে ধারনা করা হয়। অগঅগ্নিকান্ডে (তিন) টি দোকানের সব মালামাল পুড়ে যায়। এসময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। দোকান ঘরে গ্যাস সিলিন্ডার ও বিদ্যুৎ থাকায় আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে,স্হানীয় ব্যবসায়ী ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস কন্টোলরুমকে ফােন করে জানালে একটি ইউনিট তাৎক্ষণিকভাবে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্কেট মালিক আকবর ফকিরের সাথে কথা বলে জানা যায় – তার দুই ছেলে ব্যবসা করে বড়ছেলে মোঃ এনামুল ফকির (৪২)পোশাক ব্যবসায়ী,ছোটছেলে আনোয়ারুল ফকির (২৮) ফাস্টফুড ও মিষ্টি ঘর,অন্য ঘরটি ভাড়া দেওয়া ভাই ভাই বরফ কল নামে, মালিক রোমান মোল্লা। একই সাথে তিনটি দোকান আগুনে পুড়ে প্রায় পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা মার্কেট মালিকের।সবহারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা।