গোপালগঞ্জ জেলা পুলিশের তৎপরতায় ৪৫ মিনিটে হারিয়ে যাওয়া মোবাইল সেট উদ্ধার

গোপালগঞ্জে জেলা পুলিশের তৎপরতায় মাত্র ৪৫ মিনিটে হারিয়ে যাওয়া মোবাইল সেটটি উদ্ধার করে মোবাইল সেটের প্রকৃত মালিককে তা ফিরিয়ে দিয়েছে পুলিশ।

কাশিয়ানী থানার জিডি নং-১৬১৬ তারিখ: ৩১/০৭/২০২২ মূলে জনৈক মো. আল আমিন (২২), পিতা- মো. বাদশা শেখ, সাং- ছোটখারকান্দি, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ তার মোবাইল সেটটি হারিয়ে যাওয়া সংক্রান্ত কাশিয়ানী থানায় একটি অভিযোগ করেন। এর প্রেক্ষিতে জেলার চৌকস পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নিহাদ আদনান তাইয়ানের তত্ত্বাবধানে কাশিয়ানী ও মুকসুদপুর থানার সমন্বয়ে এবং উভয় থানার অফিসার ইনচার্জগণের তৎপরতায় মাত্র ৪৫ মিনিটে মোবাইল সেটটি মুকসুদপুর থানা এলাকা হতে উদ্ধার করা হয়। উদ্ধার করা মোবাইল সেটটি পরবর্তীতে মালিকের নিকট মুকসুদপুর থানা হতে হস্তান্তর করা হয়।

এ সময় জনৈক ব্যক্তি মোবাইলটি এত দ্রততম সময়ে ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি তার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *