গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান । রবিবার সকাল সাড়ে দশটায় তিনি হেলিকপ্টার যোগে টুঙ্গিপাড়ায় পৌঁছে বেলা ১১টায় জাতির পিতার সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সূরা ফাতিহা ও দুরুদ পাঠ শেষে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ই আগষ্ট ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এসময় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরানের পুত্র সহ অন্যান্যদের মধ্যে আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন ও রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দিদারুল ইমরান, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বঙ্গবন্ধু ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এছাড়া ও জাতির পিতার সমাধি সৌধে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।