বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে ৭৫০ পিচ ইয়াবাসহ আটক ০১

 বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বি.এম.পি) এর কাউনিয়া থানার ডায়নামিক অফিসার ইনচার্জ এ.আর মুকুল (পিপিএম) এর নেতৃত্বে এস.আই সাইদুল হক, এ.এস.আই হান্নানসহ সঙ্গীয়ফোর্স একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ২৬ জুলাই দিবাগত রাতে কাউনিয়া থানাধীন বিসিসি ০৭নং ওয়ার্ডস্থ ব্রাঞ্চরোডের তৃতীয় পুকুর সংলগ্ন কালাম এর বাড়ীতে আটকৃত আসামীর ভাড়ার বসত ঘরে অভিযান পরিচালনা করেন।
অদ্য অভিযানে অভিযুক্ত ১। মোঃ রাসেল হাওলাদার (২৫),পিতা -মোঃ কামাল, মাতা- জোসনা বেগম, স্থায়ী সাং কালীগঞ্জ বাজার সংলগ্ন গার্লস স্কুল গলি, রঙ্গশ্রী ইউনিয়ন, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল ,বর্তমান সাং-কাউনিয়া ব্রাঞ্চরোডস্থ তৃতীয় পুকুর কসাই কালাম এর ভাড়াটিয়া থানা-কাউনিয়া, বরিশাল এর নিজ হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৭৫০ (সাতশত পঞ্চাশ) পিচ ইয়াবা উদ্ধার পূর্বক তাকে আটক করা হয়। বরিশাল কাউনিয়া থানা অফিসার ইনচার্জ এ.আর মুকুল জানান,ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া তিনি আরও জানান বর্তমানে আমাদের পুলিশ বাহিনী মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স নীতিতে বদ্ধ পরিকর।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *