বরিশালে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন দের মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রম নিয়ে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 আজ ১৮ জুলাই সোমবার দুপুরে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে বরিশাল সার্কিট হাউজ ধাঁনসিড়ি সম্মেলন কক্ষে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় আগামী ২১ জুলাই ২০২২ তারিখ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন এ উপলক্ষে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল গৌতম বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা সুধী জন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ দুপুরে ব‌রিশাল সা‌র্কিট হাউজে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উ‌দ্বোধন উপ‌ল‌ক্ষে ব‌রিশা‌লের তথ‌্য অব‌হিত কর‌ণের নি‌মি‌ত্তে প্রেস ব্রিফিং এই তথ‌্য জানান ব‌রিশাল বিভাগীয় ক‌মিশনার আ‌মিন উল আহসান। তি‌নি আরো বলেন ,২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ৩য় পর্যা‌য়ে ভূ‌মিহীণ ও গৃহহীণ প‌রিবার‌কে জ‌মি ও গৃহপ্রদান কার্যক্রমের উ‌দ্বোধণ ক‌রেন। ৩য় পর্যা‌য়ে ব‌রিশাল বিভা‌গে ৮২৫০টি ঘর বরাদ্দ হ‌য়ে‌ছে। এর মধ্যে ১ম ধাপে ৩২১০ টি গৃহ হস্তান্তর করেন।

আগামী ২১ জুলাই ৩য় পর্যায়ে ২য় ধাপে ৩৫৫০ টি গৃহ হস্তান্তর করা হবে। এর ম‌ধ্যে ব‌রিশা‌ল জেলায় ৬৮৩টি ঘর, পটুয়াখালী ৪৪৯, ভোলায় ১২৯১, পিরোজপু‌রে ৬৯৯, বরগুনায় ২৭৬, ঝালকা‌ঠি‌তে ১৫২টি। বিভাগীয় ক‌মিশনার ব‌লেন, ৩য় পর্যা‌য়ে প্রতি‌টি ঘ‌রের নির্মান বাবদ বরাদ্দ প্রদান করা হয় ২ লক্ষ ৫৯ হাজার টাকা। এছাড়া প্রত্যেক উপকার‌ভোগী‌কে দুই শতাংশ জ‌মি রে‌জি‌স্ট্রি ক‌রে দেয়া হ‌বে। এদিকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, বরিশাল জেলায় ৩য় পর্যায়ের ২য় ধাপে বরিশাল জেলার ১০ টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৮৫৬টি পরিবার জন্য নির্মিতব্য গৃহ হতে কবুলিয়তসহ ২১ জুলাই ৬৮৩ টি গৃহ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তিনি আরো বলেন, বরিশাল জেলার উপজেলা সমূহের গৃহ হচ্ছে বরিশাল সদর ৮ টি, বাকেরগঞ্জ ৫৯ টি, মেহেন্দিগঞ্জ ১৪৫ টি, উজিরপুর ১৪১ টি, বানারীপাড়া ০ টি, গৌরনদী ৯২ টি, মুলাদী ২০ টি, বাবুগঞ্জ ৫৭ টি, হিজলা ৯০ টি, আগৈলঝাড়া ৭১ টি মোট ৬৮৩ টি গৃহ। অসমাপ্ত বাকি ৭২১ টি গৃহ ও কবুলিয়ত সম্পাদনের কাজ দ্রুত সমাপ্ত করা হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *