গোপালগঞ্জে বিদেশী মদ’সহ এক যুবক’কে আটক করেছে র‌্যাব-৮

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সামনে থেকে মানিক মন্ডল (২২) নামে এক যুবককে বিদেশী মদসহ আটক করেছে র‌্যাব-৮। মানিক মন্ডল সাতপাড় মধ্যপাড়া গ্রামের উত্তম মন্ডলের ছেলে।
গতকাল বুধবার বিকালে সাতপাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কের্ন্দের সামনে থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৮।

মাদারীপুর ক্যাম্প র‌্যাব-৮ জানায়, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দলের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার তুহিন রেজা এর নেতৃত্বে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার সাতপাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে যাওয়ার গেটের সামনে পাঁকা রাস্তার উপর উপর অভিযান পরিচালনা করে মানিক মন্ডল’কে বিদেশী মদসহ হাতেনাতে আটক করে হয়। এসময় আটককৃত আসামীদের নিকট হতে ০৮ বোতল বিদেশী মদ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০১ সীমকার্ড এবং মাদক বিক্রিত নগদ ১হাজার ৬শত টাকা উদ্ধার করা হয়।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় মানিক মন্ডল পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় দেশী বিদেশী মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত বিদেশী মদ ও অন্যান্য আলামতসহ গোপালগঞ্জ জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয় এবং থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *