টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ ও আহত ৩

 শ্বশুরবাড়ি থেকে ভ্যানে করে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলো প্রমিলা রায় (৩৫)। কিন্তু পথিমধ্যে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমফোর্ট লাইন নামের একটি বাসের ধাক্কায় ভ্যান থেকে পরে মারা যান তিনি। শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান সেতুর উপর এ দূর্ঘটনা ঘটে। এতে মৃত প্রমিলা রায়ের স্বামী প্রভাষ রায়, শ্বশুর মতমত রায় (৭০) ও ছেলে আহত হয়।

প্রভাষ রায়ের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে গোপালগঞ্জ আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে এছাড়া প্রমীলারায়ের শ্বশুর ও ছেলে টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এতথ্য জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ দিবাকর বিশ্বাস ও থানার ওসি (তদন্ত) তন্ময় মন্ডল।

থানার ওসি (তদন্ত) তন্ময় মন্ডল জানান, ভাইয়ের বিয়েতে বরযাত্রী হতে চিতলমারী উপজেলার আশাবুনিয়া গ্রাম থেকে ভ্যানে করে শ্বশুর, স্বামী ও ছেলেকে নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার কাকইবুনিয়া গ্রামে যাচ্ছিলেন প্রমিলা রায়। পরে তাদের ভ্যান শেখ লুৎফর রহমান সেতুর উপর উঠলে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমফোর্ট লাইনের একটি বাস পিছন থেকে ধাক্কা মারে। তখন ভ্যান থেকে সবাই পরে গেলে রাস্তার পাশে থাকা পিলারের সাথে মাথায় আঘাত লেগে প্রমিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে পুলিশ ও এলাকাবাসী মিলে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রমিলার স্বামীকে গোপালগঞ্জ সদর হাসপাতালে রেফার করে।

এছাড়া বাকি দুজন টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় প্রমিলার পরিবার ও স্বজনদের কোন অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি তন্ময় মন্ডল।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *