বরিশাল নগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২২ বোতল ফেনসিডিলসহ আটক ১ জন
বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক সর্বমোট ২২ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারি আটক।
বরিশাল গোয়েন্দা পুলিশ (ডিবি) সূএে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার ১২ জুন দুপুর আরাই টায় বরিশাল নগর গোয়েন্দা পুলিশ বিএনপি এর পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ ছানোয়ার হোসেন এর নের্তৃত্বে একটি চৌকস টিম বরিশাল এয়ারপোর্ট থানাধীন ২৮নং ওয়ার্ডস্থ সুরভী পেট্রোল পাম্পের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে একটি তল্লাশী অভিযান পরিচালনা করেন। এসময় সর্বমোট ২২ বোতল ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিলসহ সাতক্ষীরা জেলার, পারুলিয়া থানাধীন এলাকার বাসিন্দা আল মামুন (২২)কে আটক করেন।
সূত্রে আরো জানানো হয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জেল হাজতে প্রেরন প্রক্রিয়াধীন রয়েছে।