মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 ভারতের বিজেপির দুই নেতা নুপুর শর্মা ও নবীন কুমার মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ) কে নিয়ে যে কটুক্তি করেছে তারই প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে গোপালগঞ্জ- কোটালীপাড়া সড়কের ঘাঘর মহুয়ার মোড় চত্বরে রাস্তার দুই পাশ জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় গোপালপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন – কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, মাওলানা মাহামুদুল হাসান, মাওলানা সোয়েব ইব্রাহিম, মাওলানা মাহামুদুল হাসান শামীম, মাওলানা সাফায়েত হোসেন, মুফতি মাসউদুর রহমান, মাওলানা জাকির বিন জয়নুল আবেদীন, মাওলানা জাকারিয়া, মাওলানা আঃ জলিল, মাওলানা আব্দুল কাদের, মাওলানা রফিকুল ইসলাম, ক্বারী বশির আহম্মেদ সহ আরো অনেকে। সমাবেশে বক্তারা ভারতের বিভিন্ন পণ্য বর্জন ও মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী দুই বিজেপি নেতার শাস্তি দাবী করেন এবং ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা নুপুর শর্মা ও নবীন কুমারের কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিকে গতকাল শনিবার সন্ধ্যায় বাবু দাশ গুপ্ত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে আপত্তিকর বক্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করলে উপজেলা সদরে তার শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এঘটনায় রাতেই পুলিশ অভিযান চালিয়ে বাবু দাস গুপ্তের ভাই সুমান দাস গুপ্তকে আটক করেছে। বাবু দাশ গুপ্ত উপজেলার ডহর পাড়া গ্রামের সুনীল দাস গুপ্তের ছেলে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, কোটালীপাড়ার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য বাবু দাস গুপ্তের ভাই সুমান দাস গুপ্তকে আটক করেছি।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *