মোল্লাহাটে নারী ও শিশু সুরক্ষায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত
বাগেরহাটের মোল্লাহাটে ইউনিয়ন পর্যায়ে নারী ও শিশু সুরক্ষায় নাগরিক সমাবেশ (বাল্যবিবাহ, মাদক ও ইভটিজিং) ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে। ব্যাপ্টিষ্ট এইড বিবিসিএফ এর আয়োজনে বুধবার বিকাল ৪ টায় উপজেলার আটজুড়ী ইউনিয়নের কাহালপুর ডাঃ মনসুর আহমেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নাগরিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া, প্রধান শিক্ষক রমেশ চন্দ্র খান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, প্রকল্প ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, শিশু অধিকার সেক্টরের সুপারভাইজার স্বপন দাস, ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী মোল্লা মোঃ পারভেজ মিয়া, লাইভলিহুড সুপারভাইজার প্রতীক সাহা, প্রকল্পের মনিটরিং অফিসার প্রকাশ দাস সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।