নওগাঁর রাণীনগরে তিনশ’ গ্রাম গাঁজাসহ আটক দুই যুবক
নওগাঁর রাণীনগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে তিনশ’ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার সকালে উপজেলা সদরের রেলগেট এলাকা থেকে তাদের দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রাণীনগর উপজেলার রাতোয়াল গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে হিরোন আলী (৩৩) ও আদমদিঘী উপজেলার কেল্লাপাড়া গ্রামের মোসারবের ছেলে মানিক হোসেন (৩৮)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, সদরের রেলগেট এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৯ টার দিকে থানার এসআই নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের সময় মাদক কারবারী হিরোন ও মানিককে আটক করে পুলিশ। আটককালে তাদের নিকট থেকে তিনশ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।