ডাকাতির সরঞ্জাম সহ বরিশালে ডাকাতদল গ্রেফতার

ডাকাত দলের প্রস্তুতি সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩১ মে বেলা সারে ১২ টায় বন্দর থানা বিএমপির সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মেহেদী হাসান ও অফিসার ইনচার্জ জনাব মোঃ আসাদুজ্জামন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোঃ মোস্তাফিজ সহ সঙ্গীয় অভিযানিক টিম বন্দর থানাধীন ০৭নং চরকাউয়া ইউনিয়ন, ৯নং ওয়ার্ড, কর্ণকাঠী সাকিনস্থ খয়রাবাদ ব্রীজের নীচে ফুলতলা বাজার গামী রাস্তার পূর্ব পাশে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনায়, অভিযানিক টিমের উপস্থিতি টের পেয়ে ট্রাকসহ পালানোর চেষ্টা কালে এজাহারভুক্ত আসামি ১। মোঃ জলিল মল্লিক(৫০), পিতা-মৃত সুন্দর মল্লিক, মাতা-মজিতুন নেছা, সাং-ছোটবগি, গেন্ডামারা, থানা-তালতলী, জেলা-বরগুনা, ২। মোঃ মামুন হাওলাদার(৩০), পিতা-মোঃ সোহরাব হাওলাদার, মাতা-মোসাঃ আলেয়া বেগম, সাং-শ্রীরামপুর, ০৩নং ওয়ার্ড, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠী, ৩। মোঃ নুর সায়েদ খন্দকার @ শাহেদ (৫৪), পিতা-আব্দুল হক খন্দকার, মাতা-মোসাঃ ফাতেমা বেগম, সাং-ছোট বালিয়াতলী, লালুয়া, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী, ৪। মোঃ মনির হোসেন(৪১), পিতা-মৃত আব্দুল মান্নান বেপারী, মাতা-মোসাঃ ফাতেমা বেগম, সাং-কোর্ট চাঁদপুর, আদর্শপাড়া, ০৩নংওয়ার্ড, থানা-কোর্ট চাঁদপুর, জেলা-ঝিনাইদহ, ৫। মোঃ জামাল আকন (৪১), পিতা-মৃত আজিম উদ্দিন আকন, মাতা-মোসাঃ আম্বিয়া বেগম, সাং-কৃষ্ণকাঠী, দুধল মৌ ইউপি, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশালদেরকে গ্রেফতার করেন। এসময়ে ডাকাত দলের অপর চারজন সুকৌশলে পালিয়ে যায়। ধৃত আসামিদের সাথে থাকা ট্রাক তল্লাশি কালে ১। ১টি ৪২ ইঞ্চি তালাভাঙ্গ যন্ত্র , যাহার বডি আকাশি রংয়ের এবং হাতল কালো রংয়ের, ২। ১টি তালা ভাংগার বিশেষ যন্ত্র, যাহা লোহার রড দ্বারা বিশেষভাবে তৈরী, লম্বা ৩ ফুট ২ ইঞ্চি, ৩। ১টি রাম দাও, যাহা হাতলসহ লম্বা ২ ফুট ৬ ইঞ্চি এবং হাতল কাপড় দ্বারা পেঁচানো, ৪। ১টি ছেনা, যাহা হাতলসহ লম্বা ২ ফুট ৫ ইঞ্চি এবং হাতল কাপড় দ্বারা পেঁচানো, ৫। কাাঁঠের বাট যুক্ত ১টি ছোড়া, যাহা বাটসহ লম্বা ২ ফুট ২ ইঞ্চি, ৬। ১টি কালো রংয়ের স্ক্রু ড্রাইভার, ৭। ১টি প্লাস, ৮। ২০ হাত লম্বা লায়লনের রশি, ৯। ১টি ৫ সুতা রডের তৈরী সাবল, যাহা লম্বা ৩ ফুট ৮ ইঞ্চি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা জানায় যে, তাহারা প্রত্যেকে আন্তঃজেলা ডাকাত দলের স্বক্রীয় সদস্য এবং দীর্ঘ দিন যাবত পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে বরিশাল, পটুয়াখালী তথা বরিশাল বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি সংঘটন করিয়া আসিতেছে এবং পূর্ব পরিকল্পিতভাবে ৩১ মে ২০২২ খ্রিঃ তাদের সাথে থাকা ট্রাক ও দেশীয় অস্ত্রসস্ত্র, ডাকাতির সরঞ্জমাদি নিয়ে বন্দর থানা এলাকার সুবিধাজনক স্থানে ডাকাতি করার উদ্দেশ্যে বর্ণিত ঘটনাস্থলে জড়ো হয়ে শলাপরামর্শ করতেছিল। ধৃত আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে এবং এ ঘটনায় তাদের বিরুদ্ধে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *