ময়মনসিংহে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন ও ইউনিসেফ এর যৌথ আয়োজনে নিরাপদ মাতৃত্ব দিবস -২০২২ উপলক্ষে শনিবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। তিনি বলেন, নিরাপদ মা ও নবজাতক শিশুর নিরাপদ থাকা জরুরি। উন্নত বাংলাদেশে বিনির্মাণে সকলের অংশ গ্রহণে পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। বিশেষ বিভাগীয় পরিচালক ( স্বাহ্য) মোহাম্মদ আব্দুল আওয়াল, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন মায়ের মাতৃত্ব নিরাপদ রাখা গুরুত্বপূর্ণ বিষয়, মানসিক ও দৈহিক স্বাহ্যের বিষয় সচেতন থাকা জরুরি, এছাড়াও পুষ্টিকর খাদ্য খেতে হবে।

ইফা’র বিভাগীয় পরিচালক মো.আজমল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো.আনিসুজ্জামান সিকদার , জেলা পরিবার পরিকল্পনা’ ডিডি ডা. মেহেরুন নেছা সিদ্দিকী ডা. একে এম বদরুল আহসান, অধ্যক্ষ ড. ইদ্রিস খান, মুফতী তাজুল ইসলাম কাসেমী, অধ্যক্ষ স্বামী ভক্তি প্রদানন্দ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা আলেম ওলামা, মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *