খাদেমুল ইসলাম বাংলাদেশ কোটালীপাড়া উপজেলা শাখার কমিটি গঠন


গোপালগঞ্জের কোটালীপাড়ায় মুজাহেদে আযম আল্লামা শামছুল হক ফরিদপুরী সদর সাহেব রহঃ এর প্রতিষ্ঠিত খাদেমুল ইসলাম বাংলাদেশ কোটালীপাড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ২৫ মার্চ বুধবার উপজেলার ঘাঘর বাজার বন্দর মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সংগঠনের উপজেলা আহ্বায়ক মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি আলী হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদেমুল ইসলাম বাংলাদেশের গওহরডাঙ্গা সাংগঠনিক বিভাগের জিম্মাদার ও গওহরডাঙ্গা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফরিদ আহমাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা ঝিনাত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদেমুল ইসলাম বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি মুফতি মাকসূদুল হক, ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা আতাউর রহমান, মুফতি মোহাম্মদ তাসনীম। এছাড়া স্থানীয় শীর্ষ উলামা-মাশায়েখসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খাদেমুল ইসলাম বাংলাদেশ কোটালীপাড়া উপজেলা শাখায় মাওলানা কবিরুল ইসলাম কে সভাপতি করে ২ বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়। সহসভাপতি মাওলানা জাকির বিন যায়নুল আবেদীন , মাওলানা শাফায়াত হোসাইন , মাওলানা মাহমুদুল হাসান , সেক্রেটারি জেনারেল মুফতি আলী হায়দার , জয়েন্ট সেক্রেটারি ক্বারী বশির বিন শামসুদ্দিন, মাওলানা মোস্তফা বিন শমসের, সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা অহিদুজ্জামান , প্রচার সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা নাঈম,দফতর সম্পাদক মাওলানা জাকারিয়া, অর্থ সম্পাদক মাওলানা আনছার আলী।