বিএমপির পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ৬ মাদক কারবারি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের চলমান মাদক বিরোধী পৃথক তিনটি অভিযানে সর্বমোট ১০৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং অর্ধশত বোতল ফেন্সিডিলসহ ০৬ মাদক কারবারি আটক হয়েছে।
বরিশাল মেট্রোপলিটনের মিডিয়াসেল সূএে জানানো হয়েছে ,বরিশাল কোতয়ালী মডেল থানা এবং এয়ারপোর্ট থানা পুলিশ পৃথক ভাবে অভিযান তিনটি পরিচালনা করে। উক্ত অভিযানে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের এবং মামলায় আটকৃতদের গত বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গোপন তথ্য সংবাদের ভিত্তিতে গত ২৪ মে দুপুর ০২:৩০ মিনিটের সময় কোতয়ালী মডেল থানা পরিদর্শক বিপ্লব মিস্ত্রি’র নেতৃত্বে এস.আই মোঃ রাকিব হোসেনসহ সঙ্গীয় অফিসারের একটি টিম নগরীর হাসপাতাল রোড এলাকায় অভিযান পরিচালনা করে ঐসময় সড়কের ঝাউতলা প্রথম গলির বিপরীতে শহীদ আলতাফ মাহমুদ সঙ্গীত বিদ্যালয়ের সামনে থেকে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মুসলিম (৪০) ও মোঃ কবির হোসেন খান (৫০) নামের দুজনকে আটক করেন। এদের মধ্যে মোঃ মুসলিম(৪০) ঢাকা সভার থানাধীন মোহনপুর এলাকার নান্নু মিয়ার ছেলে এবং কবির হোসেন(৫০) বরিশালের বাবুগঞ্জ উপজেলার খানপুরার আব্দুল ওয়াহেদ খানের ছেলে। তল্লাসী করে তাদের নিকট থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোবাইল সেটো জব্দ করা হয়েছে।
অপরদিকে, বরিশাল এয়ারপোর্ট থানার এস.আই মোঃ আহসান উল্লাহ’র নেতৃত্বাধিন টিম গত মঙ্গলবার বিকাল ০৫:৩০ ঘটিকার দিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব ইছাকাঠী লাদেন সড়কে অভিযান পরিচালনা করে সেখান থেকে ১৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মোঃ মাসুম হাওলাদার (৩৭) ও মোঃ তানভীর হোসেন রিয়াদ (৩৬) কে আটক করে। এদের মধ্যে মাসুম নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি আব্দুর রাজ্জাক স্মৃতি কলোনীর মোঃ নাছির হাওলাদার এবং তানভীর একই ওয়ার্ডের জর্ডন রোডের এস্টেরিয়া গার্ডেনের মৃত আক্তার হোসেনের ছেলে।
এছাড়া আরো একটি অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ আরও দুই মাদক কারবারিকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। গত ২৪ মে মঙ্গলবার রাত ০২:৩০ ঘটিকায় এস.আই রায়হানুর রহমানের নেতৃত্বাধিন টিম ঢাকা-বরিশাল মহাসড়কে ইছাকাঠি বিভাগীয় ট্রাক স্ট্যান্ডের সামনে চেকপোস্ট বসিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করে। আটককৃতরা হলেন- সাতক্ষীরার কলারোয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুলসীডাঙ্গার মৃত নূর আলী সরদারের ছেলে মোঃ হুমায়ুন কবির (৪৫) এবং কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের মোজাব্বর মোড়ল ওরফে মজিবর মোড়লের ছেলে সুমন হোসেন (২২)। এয়ারপোর্ট থানা পুলিশ সূএে জানানো হয়, ‘একটি মিনি পিকআপে ফেন্সিডিল নিয়ে বরিশাল নগরী হয়ে ঝালকাঠি যাচ্ছিল আটকৃত মাদক কারবারিরা। গোপন তথ্য সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে পিকআপসহ মাদক কারবারিদের আটক করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *