মুকসুদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬জন, সংরক্ষিত কাউন্সিলর ১০জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী  আগামী ১৫ জুন মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।  আজ ১৭ মে ছিলো মুকসুদপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের মনোনয়ন জমা দানের শেষ দিন। মেয়র পদে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব এ্যাড. আতিকুর রহমান মিয়া গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মাহাবুব আলী খন সহ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে মাদারীপুর জেলা নির্বাচন অফিসার ও মুকসুদপুর পৌরসভা নির্বাচনী রিটার্নিং অফিসার মো. আলা উদ্দিন আল মামুন  ও  মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নি অফিসার মো. হাসান উদ্দিনের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মেয়র পদে অন্য প্রার্থীরা হলেন মুকসুদপু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র মো. সাজ্জাদ করিম মন্টু, মুকসুদপুর কাশিয়ানী বাস মালিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আহাজ্জাদ মহাসিন খিপু, মুকসুদপুর মনোয়ারা কমপ্লেক্স সুপার মার্কেটের স্বত্বাধিকারী সাইফুল উদ্দিন আহম্মেদ বিদ্যুৎ, ও আহাদুল ইসলাম আহাদ মিয়া।

এছাড়া পৌরসভার সংরক্ষিত ৩টি কাউন্সিলার মহিলা আসনে ১০জন এবং ৯টি সাধারন ওয়ার্ডে ৩৪ জন কাউন্সিলার পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই প্রথম বারের মত মুকসুদপুর পৌরসভায় ইভিএমএ (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে ৯টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *