অয়ন্তি রিয়ায়েং নামে ১৬ বছর বয়সী এই ক্রিকেটার ত্রিপুরার নারী অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন। ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে ৪০ কিলোমিটার অদূরে তাইনানি গ্রামের বাসিন্দা অয়ন্তি রিয়ায়েং। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। খেলেছেন রাজ্য দলের অনূর্ধ্ব-২৩ পর্যায়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
ভারতে সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার রাতে নিজ বাড়িতে অয়ন্তি সিলিংফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। সুশান্তের মতোই কোনো সুইসাইড নোট রেখে যাননি এ নারী ক্রিকেটার।উদীয়মান এ ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনসহ ভারতের ক্রিকেট মহল।
গণমাধ্যম পিটিআইকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তিমির চন্দা বলেন, দারুণ প্রতিভাবান খেলোয়াড় ছিল অয়ন্তি, সেই অনূর্ধ্ব-১৬ থেকে রাজ্য দলের সদস্য। অয়ন্তি আত্মহত্যা করেছে এমন মৃত্যুর খবরে আমরা হতভম্ব।
দৈনিক শতবর্ষ/ছাদ্দাম