“বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে লালন করে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আমরা যদি এক পা অগ্রসর হই; তবে বরিশালের মানুষ দশ পা অগ্রসর হয়”পুলিশ কমিশনার বিএমপি।

আজ ১৪ মে ২০২২ সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী বরিশাল অডিটোরিয়ামে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং সমাবেশ ও মতবিনিময়ন অনুষ্ঠিত হয়।

আয়োজিত এই সমাবেশে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি ও পুলিশ কমিশনার (বিএমপি) জনাব মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) অনুষ্ঠানের শুরুতেই তিনি এ ধরনের একটি আয়োজনে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রিত সকলকে ধন্যবাদ জানিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এ সময় তিনি বলেন, “prevention is better than cure”অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। প্রোএকটিভ পুলিশিং বাস্তবায়নের মাধ্যমে সুশৃংখল ও নিরাপদ সমাজ বিনির্মাণের জন্য একটি মোক্ষম প্ল্যাটফর্ম হচ্ছে কমিউনিটি পুলিশিং ফোরাম। যে প্লাটফর্মে দাঁড়িয়ে পুলিশ ও জনতা কাঁধে-কাঁধ মিলিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আইন মান্যকারী দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে লালন করে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জনতার পুলিশ হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশ সব চাইতে এগিয়ে আছি। জনতার পুলিশ হওয়ার ক্ষেত্রে বরিশাল যদি না পারে, তবে সারা বাংলাদেশে পারবেনা; কারন যেকোনো জনকল্যাণকর কাজে আমরা যদি এক পা অগ্রসর হই, তবে বরিশালের মানুষ দশ পা অগ্রসর হয়। এ সময় তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত বিভিন্ন গণমুখী কার্যক্রম যেমন- কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, ওপেন হাউজ ডে, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, মসজিদভিত্তিক সচেতনতামূলক প্রচারণা, নগরজুড়ে ২০০ শতাধিক সিসি ক্যামেরার স্থাপন, ফেসবুক পেজ, ওয়েবপেজ, হ্যালো বিএমপি এপস সহ বিভিন্ন বিষয়ের কথা তুলে ধরে বলেন পুলিশের কাজে সহযোগিতা করার ক্ষেত্রে বরিশালের মানুষের মধ্যে যে আন্তরিকতা রয়েছে সেজন্য আমি তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে সাধুবাদ জানাই।

সভায় মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি সভাপতি মহোদয় সহ অন্যান্য বক্তাদের বক্তব্যে বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার এর সাফল্যমন্ডিত কর্মের কথা উঠে আসে এবং একজন দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন চৌকস কর্মকর্তা হিসেবে আলোচিত হন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সভার প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল অবঃ জনাব জাহিদ ফারুক শামীম এমপি, সভার সভাপতি বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব বরিশাল জনাব খন্দকার আনােয়ার হােসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন জনাব মােহাম্মদ এনামুল হক, বিজ্ঞ পিপি, জেলা ও দায়রা জজ আদালত, বরিশাল ও সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল মহানগর জনাব একেএম জাহাঙ্গির, প্রফেসর মোঃ ইমানুল হাকিম, সাবেক অধ্যক্ষ, বি,এম কলেজ, বরিশাল ও সভাপতি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম, বীর মুক্তিযােদ্ধা জনাব কে.এস.এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সমাজ সেবক ও সামাজিক ব্যক্তিত্ব, ও উপদেষ্টা বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম, এস এম জাকির হােসেন, সাধারন সম্পাদক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব, বরিশাল ও সাধারন সম্পাদক, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম সহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের সকল শীর্ষ কর্মকর্তা বৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ তথা কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরামের সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *