মোল্লাহাটে বৈদুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডে ৩ টি দোকান ভস্মিভূত, ১০ লক্ষ টাকার ক্ষতি

বাগেরহাটের মোল্লাহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি মিষ্টির দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভয়াবহ অগ্নিকাণ্ডের এ ঘটনায় প্রথমে এলাকাবাসী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আঘা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষতি গ্রস্ত দোকানীরা হলেন, প্রশান্ত মিষ্টান্ন ভান্ডার, প্রসেনজিৎ মিষ্টান্ন ভান্ডার ও সুনীল মিষ্টান্ন ভান্ডার।

এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। স্থানীয়রা জানান, রাত ৩ টার দিকে মোল্লাহাট ওভার ব্রিজ সংলগ্ন সুনীলের মিষ্টির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মূহুর্তের মধ্যে আগুন পাশ্ববর্তী প্রশান্ত ও প্রসেনজিৎ এর দোকানে ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী পানি দিয়ে আগুন নিয়ন্ত্রনের জন্য অন্তত আধা ঘন্টা চেষ্টা করে। পরে খবর পেয়ে মাত্র তিনশ’ গজ দুরের ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ও সদস্যরা এসে আরো আধা ঘন্টা চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রন করে। এর মধ্যে তিনটি দোকান পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। মোল্লাহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার ফাইটিং করে আঘা ঘন্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রন করেছি। যার কারণে আগুন বেশী ছড়াতে পারেনি। এর মধ্যে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *