ইন্দুরকানীতে গরুর খামার করে স্বাবলম্বী রিয়াজ ইছা দুই ভাই

পিরোজপুরের ইন্দুরকানীতে গরু খামার করে সফলতার পাওয়ার আশাবাদী পথে । মেধা ও চেষ্টা থাকলেই সফলতা পাওয়া যায়। দেশে এখন বেশ জনপ্রিয় হয়েছে গরুর খামার। লাভজনক হওয়ায় প্রতিদিনই নতুন নতুন মানুষ যুক্ত হচ্ছে খামার ব্যবসায়। সফলতা পাচ্ছে অনেকেই। এমন একটি উপজেলা বালিপাড়া গ্রামে ”রাফি ডেইরি ফার্ম” নামে পরিচিত। বালিপাড়া গ্রামের আশ্রাব আলী হাওলাদারের ছেলে রিয়াজ উদ্দিন ও তার ভাই ইছা হাওলাদার ২০০৪ সাল থেকে সাড়ে তিন বিঘা নিজেদের সম্পত্তিতে গড়ে উঠান এ খামার।

তাদের বড় ভাই প্রথমে ১২টি গরু ক্রয় করে টিনসেট পাকা নির্মান করে খামারী যাত্রা শুরু করেন। সে থেকে এখন ৫০টিতে গরু পরিনত হয়েছে। খামারে শাহীওয়াল, ফ্রিজিয়ান সহ বিভিন্ন দেশি ও বিদেশী জাতের গরু আছে। রিয়াজ হাওলাদার তিনি ঢাকা একটি বায়নিং হাউজে চাকুরি করতেন এবং ইছা হাওলাদার সেও একটি জাহাজে চাকুরি করতেন। তারা চাকুরি ছেড়ে বাড়ী এসে এ খামার শুরু করে। খামারে ২৬ টি গাভী গরুতে প্রতিদিন দুটানে প্রায় ২২০ কেজি দুধ দেয়। এ দুধ উপজেলার বিভিন্ন হাট বাজারে মিষ্টির দোকানে এমনকি পিরোজপুর জেলা সদরে দুধ পরিবহন করেন।

খামারে ৬ জন কর্মরত শ্রমিক রয়েছে। খামারে পশুর খাদ্যের যোগান দিতে ৪ বিঘা জমিতে ঘাস চাষ করে থাকেন এবং খামারে আধুনিক যন্ত্রাংশ ঘাস কাটার মেশিন রয়েছে তা দিয়ে সহজে ঘাস ও খড় কাটা হয়। সব সময় তাদের খামারটি বিভিন্ন ভাবে পরিচর্যা করা হয়। খামারে গরুর পাশাপাশি অন্যান্য প্রাণী ভেরা ১২টি, ছাগল ৫টি, কবুতর ৫০ জোড়া দেখাশুনা করেন। তাদের একটি বড় অর্জন প্রতিবছর উপজেলা প্রদর্শনী মেলায় তারা প্রথম স্থান অধিকার লাভ করেন।

খামার মালিক ইছা হাওলাদার জানান, আমরা প্রথমে ১২টি গরু দিয়ে খামার শুরু করি। বর্তমানে আমাদের ৫০টি গরু সহ অন্যান্য প্রাণী আছে। আমােেদর চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। সরকারি বেসরকারী সংস্থার সহায়তার কথা জিজ্ঞাসা করলে খামার মালিক ইছা বলেন আমরা সরকারি বা বেসরকারী সংস্থার থেকে কোন ধরনের সাহায্য বা অনুদান পাইনি। আমরা আমাদের স্বার্থ অনুযায়ী এবং আত্বীয় স্বজনের সহযোগীতার মাধ্যমে এ খামার চালিয়ে যাচ্ছি।

আমাদের চেষ্টা ও সকলের দোয়ায় ভাল একটি সফলতার আশাবাদী। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হরিশ চন্দ্র বোস জানান, এ উদ্যোক্তাকে আমি স্বাগত জানাই। গরুর খামার খুব ভাল একটি লাভজনক খামার। তারা গরু খামারের পাশাপাশি ঘাসের চাষ করেছেন। উপজেলায় প্রায় ৪০টি খামারি ভিতরে রাফি ডেইরি ফার্ম অন্যতম। আমরা তাদের সবসময় খোজ খবর নিয়েছি। তাদের সমস্যা সমাধানে চেষ্টা করেছি এবং সকল উদ্যোক্তাদের সব সময় পাশে আছি এবং থাকব।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *