বিসিসি আওতাধীন ভবন হোল্ডিং ট্যাক্স কমোনোর গনশুনানীতে মেয়র।।

বরিশাল সিটি করপোরেশনের আওতাভুক্ত বরিশাল নগরীতে বসবাসকারী নাগরিকদের আবাসন রাজস্ব সংক্রান্ত অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স কমানো অভিযোগের আবেদন সরাসরি শুনছেন বরিশাল নগর পিতা সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সোমবার ১৮ এপ্রিল দুপুরে কালীবাড়ি রোডে মেয়রের নিজস্ব বাসবভন কার্যালয়ে পূর্বে অভিযোগ কারীদের সরাসরি আবেদন শোনেন তিনি।

বিসিসির আবাসন রাজস্ব নিয়ে গনশুনানীর কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের তার ব্যক্তিগত পেইজ থেকে সরাসরি লাইভ করেন। পূর্ব জমাকৃত আবেদনের প্রেক্ষিতে উল্লেখযোগ্য বেশকিছু সংখ্যক বাসিন্দাদর সুবিধামত হোল্ডিং ট্যাক্স বিসিসির কর্মকর্তা ও লিগাল এডভাইজার এর উপস্থিতিতে তাৎক্ষণিক কমিয়ে দেন মেয়র মহোদয়। উক্ত গনশুনানীতে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, বিগত ২০১৯-২০ অর্থ বছরে বিসিসির হোল্ডিং ট্যাক্স নিয়ে যে সমস্ত স্থানীয় বাসিন্দারা নির্ধারিত ও তাদের সাধ্যের বাইরে হোল্ডিং ট্যাক্স কমানোর আবেদন করেছেন শুধুমাএ তাদের আবেদনের গণশুনানী অনুষ্ঠিত হচ্ছে। সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর অন্তর সিটি করপোরেশনের মাঠ কর্মীদের জরিপ অনুযায়ী হোল্ডিং ট্যাক্সের নির্ধারণ হয়ে থাকে তাই চলমান এই গণশুনানির প্রেক্ষিতে কেউ আবেদন করলেই তা শুনানীর আওতায় পড়বে না।

এছাড়া বরিশাল সিটি করপোরেশন কতৃপক্ষ থেকে জানানো হয়েছে, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন কারীদের সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষনিক ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *