বিএমপি কতৃক এস.এ পরিবহনের পার্সেলকৃত মোটরসাইকেলে ১৬০ পিস ইয়াবাট্যাবলেট জব্দ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার চৌকস অফিসার এস.আই মেহেদী হাসানের তথ্যসূএে জানা যায়,গত ১৬ এপ্রিল শনিবার ভোর সাড়ে ৬ টায় ভোলা ইলিশা লঞ্চঘাট থেকে চট্রগ্রামের কক্সবাজার থেকে বরিশালে আসার সময় সহস্রাধিক ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হওয়া বরিশাল নাজির মহল্লার চিহ্নিত মাদক কারবারি আলী আকবরের ছেলে বরকত আলী রুম্মানের এস.এ পরিবহনে পার্সেল করা একটি মটরসাইকেলে অভিনব কৌশলে রাখা বিপুল সংখ্যক মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংরক্ষিত রয়েছে এমন গোপন তথ্যের ভিওিতে নিশ্চিত হয়ে বরিশাল কোতয়ালী থানার আফিসার এস.আই মেহেদী-২ তার সঙ্গীয় ফোর্সসহ বরিশাল এস.এ.পরিবহনের অফিস থেকে রুম্মানের পার্সেলকৃত মটরসাইকেলটি জব্দ করিয়া উহার পিছনের চাকার চ্যাসিসের ভিতর হইতে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে মাদক কারবারি রুম্মানের সম্বন্ধে খোঁজ নিয়ে জানতে পারেন গত শনিবার ভোলা ইলিশা লঞ্চঘাট হতে তার একজন সহযোগীসহ সহস্রাধিক ইয়াবা ট্যাবলেটসহ আটক হয়েছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিমুল করিম উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সংক্রান্তে বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত একটি মামলা রুজু করা হইয়াছে এবং বিএনপির চলমান মাদক বিরোধী অভিযান জিরো ট্রলারেন্স নীতিতে আরো বেগবান হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *