রূপগঞ্জে এতিমদের মাঝে ইফতার বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্লো ড্রীম এর ৬৫০ তম শাখার উদ্বোধন উপলক্ষে এতিমদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় এ ইফতার বিতরণ করা হয়। এসময় ফিতা কাটার মাধ্যমে ব্লু ড্রীম শাখার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ব্লো ড্রিম গ্রুপের ডাইরেক্টর শপ্নিল চৌধুরী সোহাগ, উপজেলা আওয়ামীলীগ নেতা তাবিবুল কাদির তমাল, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, রূপগঞ্জ শাখার স্বত্বাধিকারী এম এ নাঈম ও নেছার উদ্দিন প্রমুখ।

ব্ল ড্রীম রূপগঞ্জ শাখার স্বত্বাধিকারী নাঈম বলেন, এখানে মান সম্মত বাচ্চাদের কাপড়,পাঞ্জাবি,শার্ট,পেন্টসহ বিভিন্ন ধরনের কাপর সূলভ মূল্যে পাওয়া যায়।সবাইকে আমাদের ব্লু ড্রীমে এসে আমাদের পন্যের মান যাচাই করার অনুরোধ রইলো। আপনারা সবাই আমন্ত্রিত। ব্লো ড্রিম গ্রুপের ডাইরেক্টর শপ্নিল চৌধুরী সোহাগ বলেন, ব্লো ড্রিম একটি সুনাম ধন্য প্রতিষ্ঠান। এর সারাদেশে শাখা রয়েছে। প্রতিষ্ঠানটির লভ্যাংশের থেকে ২০% দেওয়া হয় এতিমখানায়। আশা করি সারাদেশের মত করে রূপগঞ্জের এ শাখাটি সফলতা অর্জন করবে। সেই সাথে এ শাখাটির সফলতা কামনায় স্থানীয় সকলের সহযোগিতা কামনা করে বলেন একটি প্রতিষ্ঠান কারো একার পক্ষে চালানো সম্ভব নয় সকলের সহযোগিতা প্রয়োজন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *