গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ উদযাপন

বাঙালির চিরায়ত সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। দেশীয় সংস্কৃতিকে উৎসাহিত করতে বাঙালি সংস্কৃতির ধারক, বাঙালির প্রাণের উৎসব বাংলা বর্ষবরণ উৎসবমুখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য র‌্যালীটি গোবিন্দগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রধান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা অফিসার্স ইনচার্জ ইজার উদ্দিন,কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, বীরমুক্তি কাজী সাকোয়াত হোসেন,সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ বসির আহমেদ, মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবিব প্রিন্স,মহনা টিভির প্রতিনিধি এসএম রাসেল কবির, এছাড়া শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, মঙ্গল শোভাযাত্রা, ১৪২৯ বর্ষবরণ উৎসব, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *