টুঙ্গিপাড়ায় যুবলীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে শেখ সাঈদুর রহমান, প্রধানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেনের ছেলে শেখ মুশফেক কবির অভি, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, সাংগঠনিক সম্পাদক মাসুদুল হক গাজী, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি হাসান আহম্মেদ কচি, সাধারণ সম্পাদক বিএম মাহমুদুল হক, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ন আহবায়ক নাজমুল হক সহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।