গোবিন্দগঞ্জে মাদক বিক্রেতার আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুজরুক বোয়ালিয়া শিল্পপাড়া গ্রামের মৃত আব্দুর সাত্তার মিয়ার ছেলে মাদক মামলায় সাজু মিয়া (৪৭) মাদকবিক্রেতাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। মামলার বিবরণে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালে ২৫ নভেম্বর গোবিন্দগঞ্জের গুমানিগঞ্জ ইউনিয়নের কুন্দখালাসপুর কালিতলায় মোহনের কলাবাগান এলাকা থেকে সাজু মিয়াকে আটক করে পুলিশ।

তার শরীর তল্লাশি করে ৬০ গ্রাম হোরোইন ও ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় সেদিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করা হয়। পরে ২০১৯ সালের ১৭ জুন মামলার চার্জশিট (অভিযোগপত্র) আদালতে জমা দেওয়া হয়।এ ব্যাপারে সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফারুক আহম্মেদ প্রিন্স জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য নেওয়া শেষে বুধবার এ রায় দেন বিচারক। তিনি জানান, আসামি জবানবন্দিতে সিরাজুল ইসলাম নামে আরও একজনের নাম জানায়। কিন্তু এতে সিরাজুলের সম্পৃক্ততার বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় আদালত তাকে খালাস দেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *