নাজিরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরীক্ষার রিপোর্ট ভুল
পিরোজপুরের নাজিরপুর উপজেলা সরকারি হাসপাতালে মোসা: শাফিয়া বেগম নামের এক গাইনি রোগীর ব্লাড গ্রুপ টেস্টের রিপোর্ট ভুল হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে নাজিরপুরের ৩ টি প্রাইভেট ডায়াগনেস্টিক সেন্টারে ব্লাড গ্রুপ টেষ্টে “এ পজিটিভ” হয় এবং সরকারি হাসপাতালের টেস্টে “ও পজিটিভ” হয়। তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এ নিয়ে দ্বিধাদ্বন্ধে পড়েছে তার পরিবার। ভুক্তভোগী সাফিয়া বেগম উপজেলার ১ নং মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের আবু সাঈদ শেখ এর স্ত্রী।
মোসাঃ শাফিয়া বেগম জানান, ৩১ মার্চ আমি গাইনী চিকিৎসার জন্য নাজিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসক ঈসিতা সাধক নিপু আমাকে দেখে ঐঅঊগঙএখঙইওঘ (ঐই ), ঊ.ঝ.জ, ডযরঃব ইষড়ড়ফ ঈবষষং (ড.ই.ঈ.), চষধঃবষবঃব, ইখঙঙউ এঙজটচ এই টেস্ট গুলি দেন এবং তিনি হাসপাতালের প্যাথলজি থেকে এগুলো করতে বলেন এবং আমি উক্ত টেস্টগুলি করানর জন্য নমুনা দেই কিছু সময় পর আমার সকল টেস্টের রিপোর্ট দেন, বøাড টেস্টের রিপোর্ট দেখে আমার মনে সন্ধেহ হলে আমি বাহিরের ৩ টি প্রাইভেট ডায়াগনেস্টিক সেন্টার থেকে পুনরায় বøাড টেস্ট করাই এবং ততে আমার ব্লাড গ্রুপ “এ পজিটিভ” হয়।
নাজিরপুর হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট মেরি বেপারী তিনি এর সত্যতা স্বীকার করেন।
এ বিষয়ে ডাঃ ঈসিতা সাধক নিপু এর সাথে কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করিলে ও তাকে পাওয়া যায় নাই।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবকল্পনা কর্মকর্তা ডা: মোঃ মশিউর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি শাফিয়া বেগমের একটি লিখিত অভিযোগ পেলে আমি আইনগত ব্যবস্থা নিব।