জাতির জনকের সমাধি সৌধে বায়তুল মোকাররমের নবনিযুক্ত খতিবের শ্রদ্ধা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে বাংলাদেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নব নিযুক্ত খতিব আল্লামা মুফতি রুহুল আমিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কবর জিয়ারত করেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শেখ পরিবারের নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ, দীর্ঘায়ু কামনা সহ দেশবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। গতকাল ১লা মার্চ শুক্রবার উপমহাদেশের প্রখ্যাত আলেম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী সদর সাহেব হুজুর (রহ.) এর কনিষ্ঠ পুত্র ও ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদ্রাসা কওমি শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমিন, বাংলাদেশ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিযুক্ত হন। ইসলামী ফাউন্ডেশনের সচিব, মোহাম্মদ আব্দুল কাদের শেখ এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। এ সময় সেখানে টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ একেএম সুলতান মাহমুদ, সহকারী কমিশনার ভূমি দিদারুল ইমরান, গোপালগঞ্জ জেলা ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওঃ লাবিব, পাটগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শুকুর আহমেদ, সহ বাংলাদেশ খাদেমুল ইসলাম এর নেতৃত্ববৃন্দ সহ অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।