দৈনিক শতবর্ষের প্রকাশক ও টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস এর শুভ জন্মদিন

২৭ই মার্চ গোপালগঞ্জের সর্বাধিক পঠিত অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল এবং প্রিন্ট মিডিয়া দৈনিক শতবর্ষের সম্মানিত প্রকাশক ও টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস এর শুভ জন্মজয়ন্তী। সৎ, নির্ভীক, পরোপোকারি, সাহসি এই ব্যাক্তির জন্মতিথীতে দৈনিক শতবর্ষ পরিবারের পক্ষ থেকে জানাই শুভ জন্মদিনের প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এই দিনটি আসে যেন বারবার ফিরে,যেন অনেক স্বপ্ন দেখতে পারি আমরা আপনাকে ঘিরে ।

সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক, পূরণ হোক প্রতিটি স্বপ্ন ,প্রতিটি আশা, সাচ্ছন্দময় হোক আপনার প্রতিটি নিঃশ্বাস, বেচে থাকুন হাজার বছর। শুভ জন্মজয়ন্তী প্রিয় প্রকাশক মোঃ ফোরকান বিশ্বাস।

প্রসঙ্গত উল্লেখ্য, মোঃ ফোরকান বিশ্বাস জন্মদিন পালনের আনুষ্ঠানিকতার নামে সস্তা প্রচারকে মোটেও বরদাস্ত করেন না। টুঙ্গিপাড়ার বর্তমানকালের সিনিয়র-মোস্ট, অ্যাক্টিভ ও ক্রিয়েটিভ একজন ব্যাক্তিত্ব হওয়া সত্ত্বেও এবং ইচ্ছা করলেই আড়ম্বরপূর্ণ আয়োজন করতে পারলেও তাতে তিনি আগ্রহী হন নি। নিজের আত্মমর্যাদা, পেশাগত আভিজাত্য, সৃষ্টিশীলতার তৃপ্তির মাধ্যমেই তারা তাদের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত উদযাপন করেন। তাদের হাতে গড়া প্রতিষ্ঠানসমূহ আর হাতে ধরে তৈরি করা শত শত সংবাদকর্মী এবং লক্ষ-কোটি পাঠকের হৃদয়ে নিত্য উচ্চারিত হন তারা। এরচেয়ে বড় আয়োজন ও উদযাপন আর কিছুই হতে পারে না।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *