ফকিরহাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ফকিরহাটে ধান ক্ষেতে সেচ পাম্প দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রবিউল মোড়ল (৬০) নামের এক কৃষক মারা গেছেন। ঘটনাটি শনিবার রাত ৮টার দিকে উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকায় ঘটেছে।
মৃতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, এদিন সন্ধার পর রবিউল মোড়ল নিজ ধান ক্ষেতে সেচ পাম্প দিয়ে পানি দেওয়ার জন্য বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে আকস্মিক সে বিদ্যুতায়িত হন। এতে সে ঘটনাস্থলে মারা যান। তিনি পাগলা উত্তর পাড়ার মানিক মোড়লের পুত্র।
ঘটনার সত্যতা স্বীকার করে মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মু. আলিমুজ্জামান বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।