কোটালীপাড়ায় ছাত্রীদেরকে উত্যাক্তের অপরাধে ছাত্রকে কারাদন্ড

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রীদেরকে উত্যাক্ত করার অপরাধে আশিষ বাড়ৈ ওরফে উত্তম (১৮) নামে দশম শ্রেণির এক ছাত্রকে কারাদন্ড দিয়েছে মোবাইলকোর্ট। দন্ডপ্রাপ্ত আশিষ বাড়ৈ ওরফে উত্তম দক্ষিণ ধারাবাশাইল গ্রামের মিলটন বাড়ৈর ছেলে ও ধারাবাশাইল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ২৩ মার্চ বুধবার সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল উচ্চবিদ্যালয় এ ঘটনা ঘটে।

এর আগে আশিষ বাড়ৈ ওরফে উত্তম বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে অশালীন মন্তব্য এবং এ সময় ছাত্রীরা প্রতিবাদ করলে ওই ছাত্র একজন ছাত্রীকে শ্লীনতা হানির চেষ্টা করে। ঘটনাটি ছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানালে প্রধান শিক্ষক তাকে লাইব্রেতে আটকে রেখে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে সেখানে পুলিশ ও মোবাইলকোর্ট হাজির হয়ে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আশিষ বাড়ৈ ওরফে উত্তম কে দেড় বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন মোবাইলকোর্টের বিচারক সহকারি কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন।

এসময় উপস্থিত ছিলেন – কোটালীপাড়া থানা এস আই খায়রুল হাসান, অত্র বিদ্যালয়ের সভাপতি কাজী অমিত মাহমুদ ও প্রধান শিক্ষক অনন্ত কুমার মল্লিক সহ অনেকে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *