দিবসটি উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মেয়র মুক্তিকুর রহমান রাফির নেতৃত্বে ৯টি ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মচারীরা মোমবাতি প্রজ্জ্বলন করে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন পৌর মেয়র। তিনি ১৯৭১ এর ২৫ মার্চে গণহত্যায় জীবন উৎসর্গকারী ও সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কৃতিত্বের কথা তুলে ধরেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ মো. শাহিন আকন্দ, প্যানেল মেয়র-২ রিমন তালুকদার, সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক শাকিল আকন্দ বুলবুল,কামারদহ ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক তৌকির হাসান রচি,শুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, কাউন্সিলর মিজানুর রহমান রিপন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত রাব্বি তাঁতীলীগের সসদস্য সচিব ইউনুস আলী,পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মুন্নুপ্রমুখ।