টুঙ্গিপাড়ার কাজী পাড়ায় আবারও করোনা ভাইরাসে একজন আক্রান্ত হয়েছেন
প্রতিনিধিঃ মোঃ আশরাফ আলী বিশ্বাস (মাসুম)
টুঙ্গিপাড়ার কাজী পাড়ায় আবারও করোনা ভাইরাসে একজন আক্রান্ত হয়েছেন। গতকাল রবিবার (১৪ জুন) রাতে তার শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে। মিলটন কাজী তিনি ঢাকা এ্যসেনসিয়াল ড্রাগসে কর্মরত ছিলেন। জানা যায় যে তিনি গত শনিবার (১৩ জুন) ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় আসেন। সংবাদ পেয়ে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য কর্মকর্তা ও টুঙ্গিপাড়ার পুলিশ প্রশাসন এর নেতৃত্বে তার নমুনা সংগ্রহ করা হয়। অতঃপর গতকাল রাতে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। সদ্য সংক্রমিত ব্যক্তির বাড়িতে নিরাপদ দূরত্বে থাকার মত উপযুক্ত কোনো স্থান না থাকায় তাকে আজ টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসলুশনে স্থানান্তর করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা.জসিম উদ্দিন দৈনিক শতবর্ষের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন। এবং ইতিমধ্যে সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে তাদের কোয়ারেন্টাইনে থাকার কথাও বলেন।