বিএমপির চৌকস অভিযানে বরিশালে ১২ কেজি গাজাঁসহ আটক ৩ মাদক কারবারি

১৭ই মার্চ ২০২২ বৃহস্পতিবার রাত ০৮:৪৫ ঘটিকায় গোপন তথ্য সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার একটি চৌকস টিম এর সমন্বয়ে কোতোয়ালি মডেল থানাধীন হাতেম আলী কলেজ সংলগ্ন এলাকার চৌমাথায় অভিযান পরিচালনা করেন। এই অভিযান পরিচালনা করাকালীন সময় পটুয়াখালী জেলার দুমকি থানাধীন ০৭ নং ওয়ার্ডস্থ আঠারো-গাছিয়া এলাকার শহিদুল ইসলাম মাতুব্বর এর ছেলে মোঃ শাকিল (২১) এবং আকবর হাওলাদার এর ছেলে নাঈম হাওলাদার(২০) দ্বয়কে প্রথমত ০২ কেজি গাজাঁসহ আটক করা হয়। পরবর্তীতে আটককৃত আসামীদের প্রদও বক্তব্যে তাদের দেয়া তথ্যের ভিওিতে নিশ্চিত হয়ে অপর সহযোগী বর্নিত একই এলাকার ইউসুফ সরদারের পুত্র মোঃ বিল্লাল সরদার (৩০) কে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাভুক্ত এয়ারপোর্ট থানাধীন বরিশাল ক্যাডেট কলেজের সামনে থেকে একটি ট্রাভেল ব্যাগভর্তি ১০ কেজি গাজাঁসহ আটক করা হয়। বিএমপির এই সফল আভিযানে অংশ নেন বরিশাল কোতোয়ালী মডেল থানার বিপ্লব মিস্ত্রি (ইন্সপেক্টর অপারেশন),মোঃ মেহেদী হাসান-০২,মোঃ আউয়াল,মিজানুর-০১,মোঃ হালিম এবং শহিদুল ইসলাম।এ-সংক্রান্তে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে সুএে জানা যায়।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *