বরিশাল কাঞ্চন উদ্যানে তরুন-তরুনীদের দোল ও হোলি উৎসব পালন

বরিশাল মহানগরীর শীতলা-খোলায় দোল ও হোলি উৎসব অনুষ্ঠিত হয়েছে। নগরীর কাঞ্চন উদ্যানের সামনে সকাল ১০:০০ ঘটিকা থেকে এই আনন্দ -উল্লাসের মুখরিত উৎসব শুরু হয়। মহানগরীর বিভিন্ন এলাকার উঠতি বয়সী ও স্কুল-কলেজ পড়ুয়া তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীরা এই আনন্দ উল্লাসের বিনোদনে অংশ নিয়ে নানান রংয়ের ছড়াছড়ির হোলি খেলা ও বাংলা ডিজে গানের তালে তালে নাচানাচিতে মেতে উঠেন। সাধারনত বাংলা বর্ষপঞ্জী অনুসারে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব হয়ে থাকে। তবে বাংলা বর্ষ পঞ্জিকার হিসাব অনুসারে আগামীকাল শুক্রবার এই উৎসবের মূলদিন হিন্দুসম্প্রদায় রীতি অনুযায়ী। তবে একদিন আগেই বরিশাল শীতলাখোলা যুব সমাজের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন হয়। জাতি ও ধর্মের বিভেদ ভুলে শিশু-কিশোর থেকে যুবক-যুবতিদের কমবেশি সব বয়সীদের আনন্দ উল্লাস প্রিয় লোকজন এই আনন্দ অনুষ্ঠান হোলি খেলায় মেতেছেন। শৃঙ্খলা রক্ষার দ্বায়ীত্বে অংশ নেয়া উপস্থিত ব্যক্তিরা বলেন, বৈশ্ব্যিক মহামারী করোনা ভাইরাসের কারনে বিগত টানা দুই বছরে কোন এই প্রকার দোল ও হোলি উৎসবের আয়োজন তারা উদযাপন করতে পারেননি। এ বছর করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে তাই এই উৎসবের আয়োজন এবং অংশগ্রহন করতে পেরে বেশ আনন্দ উল্লাস উপভোগ করা হয়েছে। এই দোল উৎসবের অন্যতম উদ্যোক্তা স্বাগতা দাস বলেন, প্রায় দুই মাস আগে থেকেই আমরা এই উৎসব পালনের প্রস্তুতি শুরু করি এবং টি-শার্ট বিতরণের কাজ গতকাল বুধবার শেষ করি। আয়োজিত এই দোল উৎসবের বাড়তি আনন্দ দিতে প্রধান আকর্ষন ছিল বাংলাদেশের জনপ্রিয় চারজন ডিজে এবং অত্যাধুনিক সাউন্ড সিস্টেম।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *