ফকিরহাটে ৭দিন ব্যাপি গ্রামীণ মেলার শুভ উদ্বোধণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপনে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৭দিন ব্যাপি গ্রামীণ মেলার আয়োজন করেছে ব ফকিরহাট উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল ৫টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এরপূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় ফকিরহাট সহকারী কমিশনার (ভ‚মি) বিধান কান্তি হালদার, জেলা পরিষদের সদস্য শেখ আ. রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক মাসুদ হোসেন মুক্ত, আট্টাকা স্পোটিং ক্লাবের মো. ইবারাত আলী বিশ্বাস, মো. আ. গফুর, লিপন বিশ্বাস সহ বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও আগত স্টলের পরিচালকগন উপস্থিত ছিলেন।