পিরোজপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।

 মিছিল শেষে দলীয়কার্যালয়ের সামনে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

১৩মার্চ (রবিবার)  বেলা ৪টা থেকে বিকেল ৬টা পর্যন্ত পিরোজপুর  জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে জেলার সাতটি  উপজেলার ১১টি ইউনিটের সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত হন।দুপুরের পর থেকেই  প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।

পিরোজপুর জেলা  যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সাঈদ এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রেজা পাহলভী মাসুম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশে দ্রব্যমূল্যের সীমাহীন  বৃদ্ধিতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সরকার কোনভাবেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। এজন্য এখনই এই সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। অবৈধ সরকারের কারণে দেশের মানুষ আজ শান্তিতে নেই।এদেশের জনগনকে সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ নির্বাচন কমিশন বাতিল ও নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে এ অবৈধ সরকারকে বাধ্য করা হবে আর তা নাহলে এ ফেসিস্ট সরকারকে টেনে হিচরে ক্ষমতাচ্যুত করে এদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার আদায় করা হবে।

বক্তব্য রাখেন- যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রেজা পাহলভী মাসুম ,পিরোজপুর জেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান শাহীন,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাঈদ,সাংগঠনিক সম্পাদক মারূফ হাসান,দপ্তর সম্পাদক ইকবাল আহমেদ সবুজ,প্রচার সম্পাদক সালমান জাকির,জেলা যুগ্ম  সাধারণ সম্পাদক -রিয়াজ সরদার,অহিদুজ্জামান রশিদ,সেখ অহেদুজ্জামান,এনামুল কবির রিপন,কামরুজ্জামান তুষার, মামুন প্রমুখ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *