টুঙ্গিপাড়ায় বাড়তি দামে তেল বিক্রি করায় রূপচাঁদার ডিলারকে জরিমানা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তেলের নির্ধারিত মূল্য মুছে ফেলা ও অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করায় রূপচাঁদা সয়াবিন তেলের ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার পাটগাতি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।
অভিযানে পাটগাতী বাজারের ব্যবসায়ী ও রূপচাঁদা সয়াবিন তেলের ডিলার অলি শরীফকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান জানান, তেলের মূল্য মুছে ফেলা ও অতিরিক্ত দামে তেল বিক্রি করায় টুঙ্গিপাড়ার রূপচাঁদা সয়াবিন তেলের ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে বাজারের অন্যান্য দোকানে অভিযান করতে গেলে সেগুলো বন্ধ পাওয়া যায়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান ঐ কর্মকর্তা।