ফকিরহাটে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত
বাগেরহাটের ফকিরহাটে বিভিন্ন কমৃসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ইমার্চ দিবস। এ উপলক্ষে সোমবার (০৭মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্ত¡রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলামুক্তিযোদ্ধা সংসদ সহ অন্যান্যরা।
পরে উপজেলা মিলনায়তনে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন টিপু সহ বিভিন্ন সরকারী কর্মকর্ত্,া বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক. শিক্ষার্থী, গনমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।