বরিশালে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির জন্য গুদামজাত করায় ডিলারকে নগদ অর্থদন্ড

বরিশালে টিসিবির পণ্য অধিক দামে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে অভিযুক্ত ডিলারকে নগদ ২০,০০০/- (বিশ) হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একই সাথে অবৈধভাবে গুদামজাত করা মজুদকৃত পণ্য উদ্ধার করে তৎক্ষনাৎ ভোক্তাদের নিকট খোলাবাজারে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। গত বুধবার ২৩ ফেব্রুয়ারী বরিশাল জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দারের নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টিসিবির আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা যৌথভাবে বরিশাল নগরীর বিভিন্ন স্পটে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম তদারকি মনিটরিং করেন। এ সময় নগরীর গড়িয়ার পাড়স্থ সেতুবন্ধন ক্লাব সংলগ্ন এলাকায় ট্রাকসেল মনিটরিংকালে নির্ধারিত ট্রাকে ১৬২ লিটার তেল, ১০০ কেজি ডাল এবং ১০০ কেজি চিনি কম পাওয়া যায়। এ সময় ওই ট্রাকের উপস্থিত বিক্রয় কর্মী মনিটরিং টিমকে জানান,ডিলার মোঃ জাহাঙ্গীর হোসেন টিসিবি থেকে পণ্য উত্তোলন করার পর উল্লিখিত সমপরিমানে পণ্য বিক্রি না করে গুদামজাত করেছেন। পরবর্তীতে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত করা উল্লেখিত পণ্য উদ্ধার করে পুনরায় সাধারন জনগণের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়। প্রতিশ্রুত পণ্য যথাযথ নিয়ম অনুযায়ী বিক্রয় না করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমিরানী মিত্র নগরীর হাটখোলা রোডস্থ বিসমিল্লাহ স্টোরের স্বত্বাধিকারী ও টিসিবির ডিলার মোঃ জাহাঙ্গীর হোসেনকে নগদ ২০,০০০/- হাজার টাকা জরিমানা আরোপ করেন। টিসিবির ট্রাকসেল কার্যক্রম মনিটরিং করার সময় টিসিবি আঞ্চলিক কার্যালয় বরিশাল বিভাগীয় প্রধান আল আমিন হাওলাদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা এবং মোঃ শাহ্ শোয়াইব মিয়াসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *