গোপালগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে হস্তশিল্প প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

গোপালগঞ্জে হস্তশিল্প প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম মহোদয়ের উদ্যোগে পুলিশ পরিবারের সদস্যদের নিয়ে এ হস্তশিল্প প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম। মহোদয়। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স -এর পরিচালক ড. পিটার হালদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুর রহমান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলম সহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং প্রশিক্ষক ও প্রশিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক সহযোগিতায় দিয়েছেন বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স।
দক্ষ জনবল হিসেবে গড়ে তুলে দেশের তরুণ সমাজকে সুস্থ ধারার জনশক্তি হিসেবে দেশের উন্নয়নে কাজে লাগানোর এ অভিনব উদ্যোগ গ্রহণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এক নির্ভীক সেবক হিসেবে জনকল্যাণে নিজেকে নিয়োজিত করার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন জেলার সুযোগ্য পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম মহোদয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *