মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের শ্রদ্ধা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২২ উপলক্ষে গোপালগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জেলা ছাত্রলীগ।
পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দদের সাথে নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর ছাত্রলীগের নেতৃবৃন্দ সরকারি বঙ্গবন্ধু কলেজ শহীদ মিনারের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।