নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ গ্রেফতার ১
পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর নির্দেশক্রমে এবং ওসি শিমুল কুমার দাস,জেলা গোয়েন্দা শাখা নড়াইলের দিকনির্দেশনায় এস আই ফাহাদ হোসেন সঙ্গীয় অফিসার এবং ফোর্সে গতকাল নড়াইল জেলার চন্ডিবরপুর ইউনিয়নের খেয়াঘাটে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আব্দুল্লাহ খান (৩২), পিতা বাবু খান গ্রাম গন্দব্য খালি থানা জেলা-নড়াইলকে গ্রেফতার করে সদর থানায় সোপর্দ করে।