চিতলমারীতে করোনা টিকার লক্ষ্য পূরণে প্রস্তুতিমূলক সভা

বাগেরহাটের চিতলমারীতে আগামী ২৬ ফেব্রæয়ারী করোনা টিকার লক্ষ্য পূরণে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মামুন হাসান, থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন শেখ ও বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ সরদার।
সভায় জন প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
দেশব্যাপী লক্ষ্যমাত্রা অনুযায়ী এ উপজেলায় আগামী ২৬ ফেব্রæয়ারীর মধ্যে প্রথম ডোজের অবশিষ্ট ১৬ হাজার মানুষকে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হবে। #



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *