গোপালগঞ্জে এক ইটেরভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান, একলক্ষ টাকা জরিমানা

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া খেয়াঘাট সংলগ্ন “পাভেল ব্রিকস” নামক একটি ইটের ভাটায় অভিযান পরিচালনা করেএকলক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহা এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক জানান, মধুমতি নদীর তীরবর্তী এলাকায় ইটের ভাটা গড়ে ওঠায় অবাধে ইট ও খোয়া ফেলে নদী ভরাট করছিলো প্রতিষ্ঠানটি।
এছাড়া নিয়ম অনুযায়ী ভাটায় কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছিল। ভাটা থেকে নির্গত ধোঁয়া পরিবেশের বিপর্যয় ডেকে আনছে। হুমকির মুখে পড়ছে আশপাশের পরিবেশ। অবৈধভাবে নদী ভরাট ও কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়ানোর অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী “পাভেল ব্রিকস” কে একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, নিয়ম না মেনে যে সকল ইটভাটায় কয়লার পরিবর্তে গাছ কেটে সেই কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে তাদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *