‘‘‘‘মোল্লাহাটে থানা পুলিশের অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারী আটক “মাদক ছাড়তে হবে অথবা মোল্লাহাট ছাড়তে হবে”

বাগেরহাটের মোল্লাহাটে থানা পুলিশের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে মোল্লাহাট থানা পুলিশ। ০৯-০২-২০২২ বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার গাড়ফা বাস কাউন্টারের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন তরিকুল মোল্লা (৩০) ও শাহিদুল হক (২৩)। তরিকুল মোল্লা উপজেলার কোদালিয়া গ্রামের দিদার মোল্লার ছেলে এবং শাহিদুল হক আটজুড়ি ইউনিয়নের দক্ষিণ আমবাড়ি গ্রামের মৃত তৈয়ব মোল্লার ছেলে। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এই মরণ নেশা মাদকের কবলে কেবল তরুণরা নয় তরুণীরাদেরও মাদকাসক্তি গ্রাস করে ফেলেছে। যার ফলে বর্তমান সময়ে যুবকের মাদকাসক্তির কারণে সমাজে বিভিন্ন অপরাধ চুরি, ডাকাতি, ছিনতাই, নির্যাতন, পারিবারিক অশান্তি ও খুন খারাপিও ঘটে চলেছে। যা পারিবারিক, সামাজিক ও আইন শৃঙ্খলা অবনতির প্রধান কারণ উল্লেখ করাটাই স্বাভাবিক হয়ে ওঠে। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়ফা বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী তরিকুল মোল্লা ও শাহিদুল হককে ২৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পর বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। “ মাদক ছাড়তে হবে অথবা মোল্লাহাট ছাড়তে হবে”



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *