পুলিশ জনতার মিলনমেলায় যদি সোনার মানুষ হতে পারি, তবে সোনার বাংলা বেশিদূর নয় ওপেন হাউজ ডেতে পুলিশ কমিশনার বিএমপি

বরিশাল এয়ারপোর্ট থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ ফেব্রুয়ারী ২০২২ সাল রোজ বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার বিএমপি (অতিরিক্ত আই.জি.পি) মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার, প্রধান অতিথি বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় পর্যায়ক্রমে জনপ্রতিনিধি,গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের সর্বস্তরের সাধারণ মানুষের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।বক্তব্যে তিনি বলেন, আধুনিক ও গ্রহণযোগ্য পুলিশিং মানেই প্রো-এক্টিভ পুলিশিং। যা জনগণ ও পুলিশের মধ্যে একপ্রকার অংশীদারিত্বের ভিত্তিতে হয়ে থাকে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানের পথপ্রদর্শকের নির্দেশনায় সেই পুলিশিং বাস্তবায়নে আজ আমরা বিট পুলিশিং,কমিউনিটি পুলিশিং,ওপেন হাউজ ডে,স্কুল ভিজিটিং থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন কোন অলৌকিক কল্পনা নয়, আমরা যদি সোনার মানুষে পরিণত হতে পারি,তবে সোনার বাংলা বেশি দূরে নয়। আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়েছে,দুর্নীতিমুক্ত দৃষ্টিতে স্ব স্ব অবস্থান থেকে কাজ করলে আগামী ২০৪১ সালে উন্নত বাংলাদেশে রুপান্তর হবে। তিনি আরও বলেন, যোগ্যতা থাকলেই সবকিছু অর্জন সম্ভব হয় না। সর্বদা সাধারন জনগণের আস্থা ভালোবাসা ও দোয়া প্রয়োজন, তাই এই অর্জনে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জনমুখী পুলিশিং চরিত্রে ফিরে আসতে যতখানি নির্ভেজাল দুর্নীতিমুক্ত সেবা দিয়ে জনগণের আস্থা ও ভালোবাসা প্রয়োজন ততটুকু অর্জন করার জন্য এই জনপদের সাধারণ মানুষের ভূমিকা ও সম্পৃক্ততা অপরিসীম। অপরাধ করলে দৃষ্টান্তমুলক শাস্তি (পানিশমেন্ট) এর পাশাপাশি অপরাধ ডানাবাঁধার আগেই, অপরাধী তৈরি হওয়ার আগেই পাড়া মহল্লা থেকে সজাগ থেকে পুলিশ ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ গড়ে এগিয়ে আসতে হবে। এভাবে প্রো-এক্টিভ পুলিশিং এর মাধ্যমে শান্তি-শৃঙ্খলা নির্মাণ করতে পারলেই টেকসই উন্নয়নে সম্ভব। তাই আমাদের সকল আহ্বানে সারা দিয়ে সবাই এগিয়ে এলেই এদেশ উন্নত বিশ্বের অন্যতম দেশে রুপান্তর সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অফস বিএমপি এনামুল হক, উপ-পুলিশ কমিশনার উত্তর ও ট্রাফিক বিএমপি এসএম তানভীর আরাফাত (বিপিএম-বার), এয়ারপোর্ট থানার অন্যান্য অফিসারবৃন্দ ,স্থানীয় জনপ্রতিনিধি সুশীল সমাজের সর্বস্তরের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সন্মানিত বিভিন্ন ব্যক্তিবর্গ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *