গোপালগঞ্জে ট্রাফিক শাখায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে বডিওর্ন ক্যামেরা বিতরণ

বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টার্স থেকে পাঠানো আধুনিক বডিওর্ন ক্যামেরা গোপালগঞ্জ জেলা পুলিশ বিভাগের ট্রাফিক সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে। রোববার (০৬ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সের নিকটবর্তী ট্রাফিক বক্স সংলগ্ন রোডে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম নিজে উপস্থিত থেকে ট্রাফিক শাখায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝে বডিওর্ন ক্যামেরা বিতরণ করে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, ট্রাফিক সহ জেলা পুলিশের বিভিন্ন শাখার সদস্যবৃন্দ এবং জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
গৃহীত এই আধুনিক পদক্ষেপ ট্রাফিক ব্যবস্থাপনায় অধিকতর দক্ষতা, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *