মোল্লাহাটে আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে অমর একুশে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। এছাড়া উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হাসান মোল্লা হায়দার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, সদস্য আরিফুল ইসলাম রিয়াজ, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, মোঃ মনিরুজ্জামান মিয়া, শেখ রফিকুল ইসলাম ও মিজানুর রহমান মোল্লা প্রমূখ