বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানকে পুলিশ সদর দফতরে বদলি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদের ১০ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।গত বুধবার (২ রা ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুককে ঢাকায় পুলিশ স্টাফ কলেজের রেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের প্রধান শফিকুল ইসলামকে নৌ-পুলিশের প্রধান করা হয়েছে।প্রজ্ঞাপনে আরও বলা হয়,পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পি.বি.আই) অতিরিক্ত আইজিপির দায়িত্ব পেয়েছেন বনজ কুমার মজুমদার। এর আগে তিনি পি.বি.আইয়ের ডি.আই.জি ছিলেন।
এ ছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডঃ হাসানুল হায়দারকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান করা হয়েছে। মনিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (গ্রেড-১) চলতি দায়িত্বে পুলিশের বিশেষ শাখার (এস.বি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বরিশাল মহানগর পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে। শিল্প পুলিশের প্রধান করা হয়েছে অতিরিক্ত আইজিপি মাহবুবুর রহমানকে। ময়মনসিংহ রেঞ্জ থেকে ব্যারিস্টার হারুন অর রশিদকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে। এ ছাড়া এসবি থেকে মোহাম্মদ আলী মিয়াকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের চলতি দায়িত্ব দিয়ে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে এবং আবু হাসান মুহাম্মদ তায়েফকে পুলিশ একাডেমির অধ্যক্ষ করা হয়েছে।